ওয়ান সাইড লাভ এর ভিতর যে ভালবাসা বিদ্যমান তা অন্য কোন ভালবাসায় পাওয়া যায় না। কারন এই খানে না আছে দেনা পাওনার হিসাব না আছে অন্য কিছু- যাস্ট ভালবাসি তা ভালবেসে যাই। এর মতন হয়। আজ আমরা এই ওয়ান সাইড ভালবাসা নিয়ে একটু ত্যানা প্যাচাবো। মানে এর কিছু বৈশিষ্ট তুলে ধরবো। যা পড়ে আপনি বুঝতে পারবেন।আপনার মনে কারো জন্য ওয়ান সাইড লাভ কাজ করে কি না?
- আপনার ভালোবাসার মানুষটি যখন তার কোনো ছবি সোস্যাল মিডিয়াতে আপলোড দিচ্ছে, তখন আপনি সেখানে গিয়ে সবগুলো আইডিকে গোয়েন্দাগিরি করছেন। কিন্তু আপনি জানেন এর কোন মানে নেই। যা করছেন তা শুধু শুধুই করছেন! তবুও আপনার অনিচ্ছা সত্ত্বেও এগুলো করবেন “।
- যখন সে কাউকে উদ্দেশ্য করে কোনো স্ট্যাটাস কিংবা চেক ইন দিচ্ছে, তখন আপনার খুব হিংসা হচ্ছে। কিন্তু আপনি তাকে কিছুই বলতে পারছেন না ” !

- তার আপলোড করা সব ছবি দেখে মনে মনে হাজার বার প্রশংসা করবেন, কিন্তু তা সে জানতেও পারবেনা “।
- সারা দিনে সে সবার সাথে কথা বললেও, আপনাকে ফোন দেওয়ার প্রয়োজন মনে করবে না ” ।
- সে কী করছে”, এটা আপনি তাকে হয়ত হাজার বার জিজ্ঞেস করতে পারেন। কিন্তু আপনি কী করছেন, তা সে আপনাকে ভুলেও কখনো জিজ্ঞেস করবে না!
- সে আপনার এসএমএস এর উত্তর দিক বা না দিক, তাকে করা লাস্ট এসএমএস সে সিন করল কি না, এটা জানতে তার ইনবক্স বারবার চেক করবেন ” ।
- আপনি তাকে নিয়ে মাঝে মাঝে কল্পনার রাজ্যে হারিয়ে যাবেন। কিন্তু সে তার কোনো খোঁজই রাখবে না ” !
- আপনি তাকে নিয়ে ভাবতে ভাবতে হয়ত, রাত পার করে দেবেন। কিন্তু সে তখন দিব্যি ঘুমোবে ” ।
- আপনি তার জন্য অযথা কষ্ট পাবেন। দিন শেষে হিসাব করেও বের করতে পারবেন না যে, ওই কষ্টটা ঠিক আপনি কী জন্য পাচ্ছেন ” ।
এত কিছুর পর সবশেষে কি হবে জানেন? সে আপনার কাছে আজীবন অধরাই থেকে যাবে।
কিন্তু এই ভালবাসাই প্রকৃত ভালোবাসা। এই ভালোবাসাই দিনশেষে জয় নিয়ে ঘরে ফেরে। কারন, ওয়ান সাইড লাভের অভিযোগের কিছু থাকেনা।
থাকেনা, হাজার অভিমানে জমে থাকা কথাগুলো বলার মানুষটি।থাকে শুধু মাঝে মাঝে আছড়ে পড়া কিছু দীর্ঘনিঃশ্বাস, আর জমে থাকে, না-বলা কতই না অব্যক্ত কথা!
Like this:
Like Loading...
Related
Leave a Reply