1. sjranabd1@gmail.com : Rana : S Jewel
  2. solaimanjewel@hotmail.com : kalakkhor : kal akkhor
তথ্য গুলো জেনে রাখুন। যা আপনার ভবিষ্যতে কাজে দেবে - কালাক্ষর
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

তথ্য গুলো জেনে রাখুন। যা আপনার ভবিষ্যতে কাজে দেবে

  • Update Time : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক প্রায় সাত মিনিট সক্রিয় থাকে এবং এই সময় জীবনের চুড়ান্ত মুহূর্তগুলি তিনি স্বপ্নের আকারে দেখতে থাকেন।
  • যে শিশুরা ছোটবেলায় খুব মিথ্যা কথা বলে, বড় হলে সফল পেশাদার হয়।
  • 2013 সালে নিউজিল্যান্ড সরকার আটটি জেলখানা বন্ধ করে দিয়েছে অপরাধীর অভাবে।
  • মানুষ মুখোমুখি কথা বলার সময় সবচেয়ে বেশি সত্যি বলে। আর বেশি মিথ্যে বলে ফোনে কথা বলার সময়।
  • মৃত্যুকালে মানুষের প্রথমে দৃষ্টিশক্তি চলে যায়, এরপর যায় স্পর্শ অনুভূতি এবং সবশেষে যায় শ্রবণ অনুভূতি।
  • চাঁদ প্রতি বছর পৃথিবী থেকে প্রায় দুই ইঞ্চি করে দূরে সরে যাচ্ছে।
  • ঠিক তোমার মতো দেখতে আরও ছয় জন এই পৃথিবীতে আছে । তাদের মধ্যে একজনের সঙ্গে সারাজীবনে দেখা হওয়ার সম্ভাবনা 11 শতাংশ।
  • মেয়েরা নীল রং এর শোওয়ার ঘর পছন্দ করে এবং পুরুষরা সাদা।
  • একটা সিগারেট খাওয়ার অর্থ এগারো মিনিট আয়ু কমে যাওয়া।
  • যারা বিড়াল পোষে তাদের আত্মহত্যা করার প্রবনতা থাকে । কুকুর পুষলে মানুষ উদার মনের হয়।
  • মেয়েরা যতো মেধাবী হবে ততো প্রজননে অক্ষম হবে।
  • কোনো ভীড়ের মধ্যে আমরা একসঙ্গে শুধুমাত্র দুইটি মুখমন্ডলের উপর দৃষ্টিপাত করতে পারি।
  • আজথেকে একশত বছর পরে ফেসবুকে প্রায় 91 কোটি 60 লক্ষ মৃত ব্যক্তির প্রোফাইল থাকবে।
  • 96 শতাংশ কিশোর কিশোরী সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার আগে তাদের মোবাইলফোনটা চেক করে।
  • প্যারিসে একদিন এক মহিলা আত্মহত্যা করার জন্য আইফেল টাওয়ারের মাথা থেকে ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য বশত এক গাড়ির উপরে পরেন এবং বেঁচে যান। ঐ গাড়ির চালক তথা মালিককেই পরে তিনি বিয়ে করেন।
  • 1970 সালে বিশ্বের জনসংখ্যা ছিলো বর্তমান জনসংখ্যার অর্ধেক।
  • গর্ভবতী অবস্থায় কোনো মা দুশ্চিন্তাগ্রস্থ থাকলে তার সন্তান পরবর্তীতে অল্পেই রেগে যাওয়া স্বভাবের হবে।
  • প্রতি বছর পৃথিবীর মানুষের গড় আয়ু তিনমাস করে বাড়ছে। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে।
  • পৃথিবীর বেশিরভাগ মানুষের রক্তের গ্রুপ O+ এবং সবচেয়ে কম মানুষের রক্তের গ্রুপ AB- ।
  • হেরোইন শুরুতে সর্দির ওষুধ হিসেবে ব্যবহৃত হতো।
  • 1800 খ্রীষ্টাব্দ পর্যন্ত মানব সভ্যতা ক্যামেরায় যতো ছবি তুলেছে, আমরা এখন বিশ্বজুড়ে প্রতি দুই মিনিটে তারচেয়ে বেশি ছবি তুলছি।
  • পুরুষ এবং মহিলা উভয়েই সুন্দর শরীরের চেয়ে সুন্দর মুখের অধিকারীকে জীবন সঙ্গী হিসেবে বেশি পছন্দ করে।
  • আমাদের রোগপ্রতিরোধ সিস্টেম প্রতি দিন অন্তত একটি কোষ ধ্বংস করে আমাদের দেহের যা আমাদের ক্যানসার ঘটাবে।
  • ডাক্তারদের খারাপ হাতের লেখার কারণে পৃথিবীতে প্রতি বছর প্রায় সাত হাজার রুগির মৃত্যু হয়।
  • মোবাইল ফোন চার্জ করার সময় Airplane mode বা Flight mode সেট করে নিলে তিন ভাগের একভাগ সময়ে চার্জ হবে।
  • যে বন্ধুত্ব সাত বছর পার করেও টিকে থাকে তা সারাজীবন টিকে থাকার সম্ভাবনা আছে।
  • আয়নায় দেখার সময় আমরা নিজেকে প্রায় ছয়গুণ বেশি সুন্দর দেখি।
  • মানুষ সত্যি কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে। মিথ্যা বলার সময় হাতগুলি লক্ষণীয়ভাবে স্থির থাকে।
  • পরনিন্দা পরচর্চা স্বাস্থ্যের পক্ষে ভালো । এইসময় দেহে প্রোজেষ্টেরন হরমোন ক্ষরণ হয় যা দুশ্চিন্তা কমায়।
  • কোনো নতুন অভ্যাস তৈরি হতে মানুষের সময় লাগে মাত্র একুশ দিন।
  • মেয়েরা অন্যদের মুখ মনে রাখতে বেশি পারদর্শী বিশেষ করে অন্য মেয়েদের মুখ।
  • আমরা প্রতি দিন সকালে বিকেলের চেয়ে প্রায় আধ ইঞ্চি বেশি লম্বা থাকি।
  • Google প্রতি সেকেন্ডে প্রায় 929 ডলার আয় করছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় 55740 টাকা।
  • মঙ্গল গ্রহকে লাল দেখায় কারণ এর মাটি লোহার অক্সাইড (Fe2O3) দিয়ে তৈরি।
  • হিটলার আজীবন নিরামিশাষী ছিলেন এবং তার একটি শুক্রাশয় ছিলো।
  • পরপর মোট 480 টি কলা খেলে কোন ব্যক্তি পটাশিয়ামের ওভার ডোজের কারণে মারা যাবে।
  • যেসব ব্যক্তির জন্মমাস সেপ্টেম্বর বা নভেম্বর তারা সাধারণত অন্যদের চেয়ে দীর্ঘায়ু হন।
  • ফোনে কথা বলার সময় মানুষ স্বাভাবিকের তুলনায় প্রায় তিনগুন জোরে কথা বলে।
  • স্টাচু অফ লিবার্টির জুতোর সাইজ 941. হাতের মধ্যমার দৈর্ঘ্য আট ফুট।
  • প্রতি সেকেন্ডে আমাদের চোখ প্রায় 40 টি স্থিরচিত্র মস্তিষ্কে প্রেরণ করে।
  • মহাকাশচারী হতে হলে আপনার উচ্চতা 5’2” এর কম এবং 5’7” এর বেশি হওয়া চলবে না।
  • মেরু প্রদেশে বস্তুর ওজন 3 শতাংশ কমে যায় ।
  • পৃথিবীতে রবীন্দ্রনাথ ঠাকুর একমাত্র কবি যিনি তিনটি দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন। বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কা।
  • একমাত্র ভারতবর্ষ একটি দেশ যার সংবিধানে গরুর জন্যও আইন আছে।
  • মহাকাশে কেউ স্বপ্ন দেখেনা এবং কান্না করলে চোখের জল গড়িয়ে পরে না।
  • মানুষের মস্তিষ্ক পৃথিবীতে একমাত্র বস্তু যে নিজেই নিজের নামকরণ করেছে।
  • মাছ এবং আঙ্গুরফল খেলে মেধা বা বুদ্ধাংক (I.Q) বৃদ্ধি পায়।
  • রাশিয়ার ক্ষেত্রফল প্লুটোর ক্ষেত্রফলের চেয়ে বেশী।
  • একমাত্র চিনের প্রাচীর মানুষের কীর্তি যা চাঁদ থেকে খালি চোখে দেখা যায়।
  • পৃথিবীর প্রায় অর্ধেক মানুষের মস্তিষ্কে পরজীবী বাসা বেধে আছে।
  • নতুন কলম হাতে নিলে বেশিরভাগ মানুষ তার নিজের নাম লিখে থাকেন।
  • শুধুমাত্র মানুষ, বানর ও ডলফিন যৌনতাকে বংশবৃদ্ধি ছাড়াও আনন্দ উপভোগের জন্যও ব্যবহার করে থাকে।
  • গর্ভবতী অবস্থায় মা যদি কোনো মারাত্মক রোগে ভোগে যেমন হার্ট অ্যাটাক, তখন গর্ভের শিশু মার সেই অঙ্গে স্টেম সেল পাঠিয়ে তা সারিয়ে তোলে।
  • ভারতীয় মহাকাব্য মহাভারতের আয়তন গ্রীকের দুই মহাকাব্য ইলিয়াড ও ওডিশির চেয়ে প্রায় সাতগুণ বেশি।
  • প্রতি 14দিন অন্তর পৃথিবীতে একটি করে ভাষার মৃত্যু ঘটছে।
  • পৃথিবীতে সবচেয়ে জিরাফের রক্তচাপ বেশি।
  • ম্যাডাম কুরি রেডিয়াম নামক তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। তেজস্ক্রিয়তার কারণেই ক্যানসারে মারা যান তিনি এবং তাঁর নোটবুক এখনও তেজস্ক্রিয় রশ্মি ছড়ায়।
  • ফর্মুলা ওয়ানের চালকেরা প্রায় পাঁচ গুণ বেশি মহাকর্ষ বল (5G) অনুভব করে তাদের ঘাড়ে। এতে তাদের ঘাড় যাতে না ভেঙে যায় সেজন্য তারা বিশেষ ভাবে তৈরি জ্যাকেট পরে রেসের সময়।
  • আমাদের মুখ থেকে পাকস্থলিতে খাদ্যবস্তু পৌঁছোতে সময় লাগে প্রায় সাত সেকেন্ড ।
  • যৌনতার সময় মানুষের প্রায় প্রতি ঘন্টায় 360 কিলোক্যালরি শক্তি খরচ হয়।
  • পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল হোটেলের নাম Hotel President Wilson (জেনেভা)। এর একটি ঘরের ভাড়া একরাতে 83,200 ডলার বা ভারতীয় মুদ্রায় 49,92,000/= ।
  • প্রশান্ত মহাসাগরের আয়তন ঠিক চাঁদের আয়তনের সমান।
  • হাইতি নামক দেশে পৃথিবীর মধ্যে এইডস রোগির সংখ্যা সবচেয়ে বেশি। হাইতিতে প্রতি 50 জনে একজন ব্যক্তি এইডসের শিকার।
  • একমাত্র আইসল্যান্ড একটি দেশ যে তার সংবিধান পুনঃ রচনার জন্য Facebook ব্যবহার করছে।
  • একদা মিসিসিপি নদি ভূমিকম্পের ফলে বিপরীত দিকে প্রবাহিত হয়েছিলো যা এখনও বিদ্যমান।
  • স্ত্রী লোকের শরীরে যখন ডিম্বানু তৈরি হয় তখন তার অজান্তেই তার কন্ঠস্বর উচ্চ হয়।
  • পৃথিবীর সব পিঁপড়ের ওজন পৃথিবীর সব মানুষের ওজনের চেয়ে বেশি।
  • আমাদের মস্তিষ্ক মাত্র 150 টি দৃঢ় সামাজিক সম্পর্ক বজায় রাখতে সক্ষম।
  • মিশরের পিরামিডের মধ্যে মমির পাশে রাখা তিন হাজার বছরের পুরনো মধু এখনও খাওয়ার যোগ্য আছে ।
  • নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম তার বাম পা ফেলেছিলেন।
  • ছেলেদের তুলনায় মেয়েরা প্রায় দ্বিগুণ বার চোখের পাতা ফেলে।
  • হিরোসিমায় পারমানবিক বিস্ফোরণের পরও এক ব্যক্তি বেঁচে ছিলেন যিনি 1951 সালে বস্টন অলেম্পিকের ম্যারাথন দৌড়ে অংশ গ্রহণ করেছিলেন এবং পুরস্কারও জিতেছিলেন।
  • জাপানের স্বাক্ষরতার হার 100% এবং কিউবার 99.8% ।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় 20 লক্ষ জার্মান মহিলা ধর্ষিতা হয়েছিলেন কুখ্যাত লাল বাহিনীর দ্বারা, যাঁদের বয়স ছিলো 13 থেকে 70 বছর।
  • পৃথিবীর সবচেয়ে বেশি ভ্রমণকারী যায় ফ্রান্সে। 2012 সালে ভ্রমণকারীর সংখ্যা ছিলো আট কোটি ত্রিশ লক্ষ।
  • পৃথিবীর দ্রুততম মানুষ উসেইন বোল্ট যদি চাঁদে দৌড়ে যান তাহলে চাঁদে পৌঁছোতে তাঁর সময় লাগবে এক বছর।
  • একটি কাঠপেন্সিল দিয়ে প্রায় 50 হাজার শব্দ লেখা যায় অথবা প্রায় 35 মাইল দীর্ঘ রেখা আঁকা যায়।
  • আইসল্যান্ড দেশটির কোনো সেনাবাহিনী নেই এবং এটি পৃথিবীর একটি অন্যতম শান্তিপূর্ণ দেশ।
  • ফেসবুকের প্রোফাইল-ছবিতে যদি দুইজনের ছবি থাকে তাহলে সেটি অপেক্ষাকৃত অসুন্দর দেখতে ব্যক্তির প্রোফাইল হওয়ার সম্ভাবনা বেশি ।
  • একটি অংক… 111,111,111 কে 111,111,111 দিয়ে গুণ করলে গুণফল হবে… 12345678987654321
  • যে মেয়ের জীবনে পিতা অনুপস্থিত থাকে সে খুব অল্প বয়সেই শারীরিক পরিণতি পায়।
  • পটেটো চিপস্ এর প্যাকেটে যে বাতাস ভর্তি থাকে তা আসলে নাইট্রোজেন গ্যাস। এটা চিপস্ কে শক্ত, মুড়মুড়ে রাখে এবং পরিবহনের সময় ভেঙে যাওয়া থেকে বাঁচায়।
  • আবেগজনিত ব্যথা শুধুমাত্র 12মিনিট স্থায়ী হয়। এর বেশি সময় হলে সেটা আমাদের নিজেদের তৈরি।
  • যে মেয়ে তার পিতাকে বিশ্বাস করে সে তার প্রেমিককেও খুব বিশ্বাস করবে।
  • চিন দেশের জনসংখ্যা প্রায় 131কোটি। এর মধ্যে প্রায় 50কোটি অধিবাসী দাঁত মাজে না।
  • আমরা যখন একটা পদক্ষেপ নিই তখন প্রায় 200টি পেশি ব্যবহার করে থাকি।
  • প্রাচীন গ্রীসে একমাত্র যৌনকর্মিরা ঠোঁটে লাল লিপস্টিক ব্যবহার করত যৌন আবেদন বাড়ানোর জন্য।
  • পৃথিবীতে মানুষ একমাত্র প্রাণী যে গাছ কেটে কাগজ তৈরি করে এবং সেই কাগজের উপর লেখে “গাছ লাগাও প্রাণ বাচাও”।
  • যে ব্যক্তির শরীর থেকে সুগন্ধ বের হয় তার প্রতি আমরা আপনা আপনিই আকৃষ্ট হই।
  • আমরা একসঙ্গে নাকের দুটো ছিদ্র দিয়ে শ্বাস নিই না। এক সময়ে একটিই ব্যবহার করি এবং প্রতি দু’ঘন্টা অন্তর পরিবর্তন করি।
  • আমাদের চোখের কর্ণিয়া হলো একমাত্র অংশ যা সরাসরি বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করতে সক্ষম।
  • মহাকাশের গন্ধ গলিত লোহা থেকে বেরিয়ে আসা ধোঁয়ার মতো ।
  • রাশিয়ার মস্কো অভিযানের সময় হিটলারের গোপন পরিকল্পনা ছিলো সেখানকার অধিবাসীদের হত্যা করা এবং মস্কোকে একটা হ্রদ তৈরি করা।
  • মানুষ চার বছর বয়স থেকে মিথ্যা কথা বলতে শুরু করে।
  • চাঁদের মাটিতে এখনও পর্যন্ত কোনো মহিলা পদার্পন করেননি।

পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশের নাম ডেনমার্ক এবং সবচেয়ে অ-শান্তিপূর্ন দেশ ভেনেজুয়েলা।

পৃথিবীর অধিকাংশ বিলিওনেয়ার স্কুল শিক্ষিকাকে বিবাহ করেছেন।

কোকাকোলা এবং পেপসিতে গোপনে সামান্য অ্যালকোহল মিশানো হয় আসক্ত করার জন্য। এটি কোম্পানির একটি টপ সিক্রেট বিজনেস পলিসি।

পৃথিবীতে প্রায় 500 টি সক্রিয় আগ্নেয়গিরি আছে।

সৌদি আরব এবং ভেনেজুয়েলাতে পানীয় জলের চেয়ে পেট্রোলের দাম কম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©2021 All rights reserved © kalakkhor.com
Customized By BlogTheme
error: Content is protected !!

Discover more from কালাক্ষর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading