1. sjranabd1@gmail.com : Rana : S Jewel
  2. solaimanjewel@hotmail.com : kalakkhor : kal akkhor
হিটলারের ঘটনো একটি শিক্ষণীয় গল্প - কালাক্ষর
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৩ অপরাহ্ন

হিটলারের ঘটনো একটি শিক্ষণীয় গল্প

  • Update Time : রবিবার, ১৩ জুন, ২০২১

দ্বিতীয় বিশ্ব যুদ্ধে হিটলারের ধংসাত্বক মনোভাবের দরুন আমাদের সবার কাছে ভিলেন হয়ে আছেন। কিন্তু আজ আমরা সেই প্রসঙ্গে যাবো না। আজ বরং আমরা হিটলারের ঘটানো একটি শিক্ষনীয় ঘটনা ঘটনার কথা ব্যাক্ত করবো। হিটলার যখন জার্মানীর রাস্ট ক্ষমতায় আসীন হলেন ঘটনাটি তখন কার। জার্মানির সংসদ অধিবেশন চলাকালীন একদিন হিটলার একটি মুরগি নিয়ে সংসদে ঢুকলেন। ঢুকে সবার সামনে এক এক করে তার পালকগুলি উপড়াতে শুরু করলেন। মুরগটি যন্ত্রনায় ছটপট করতে থাকে, তবুও হিটলার তার সমস্ত পালক একের পর এক উপড়ে হলের মেঝেতে ছেড়ে দেন।

তারপরে হিটলার পকেট থেকে কয়েকটি গমের দানা বের করে মুরগির দিকে ছুড়ে দিয়ে হাঁটতে শুরু করলেন। মুরগিটিও হিটলারের পিছনে পিছনে চলতে শুরু করলো।হিটলার সমানে গম নিক্ষেপ করছে এবং মুরগিটি তা খুটে খেতে তার পিছনে চলছে । শেষ পর্যন্ত মুরগিটি হিটলারের পায়ের কাছে এসে দাঁড়িয়ে গেল।

এরপর হিটলার স্পিকারের দিকে তাকিয়ে একটি অতি গুরুত্বপূর্ণ পূর্ণ মন্তব্য করেছিলেন- ‘গণতান্ত্রিক দেশের মানুষ এই মুরগির মতো। তাদের শাসক ও সরকার প্রথমে জনগণকে লুট করে, প্রতিবন্ধী বানিয়ে দেয় তারপর সামান্য কিছু ফেরত দিয়ে তাদের মসীহা হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©2021 All rights reserved © kalakkhor.com
Customized By BlogTheme
error: Content is protected !!
%d bloggers like this: