1. sjranabd1@gmail.com : Rana : S Jewel
  2. solaimanjewel@hotmail.com : kalakkhor : kal akkhor
হিউম্যান সাইকোলজিঃ জানার আছে অনেক কিছু - কালাক্ষর
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন

হিউম্যান সাইকোলজিঃ জানার আছে অনেক কিছু

  • Update Time : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

হিউম্যান সাইকোলজি : কিছু জানা কিছু অজানা

খালি গরম লাগে , পুকুরে ডুব দিতে মুঞ্চায়
মানুষ বড়ই অদ্ভুত প্রাণী । এই
লেখাতে মানুষের কিছু বৈশিষ্ট্য তুলে ধরার
চেষ্টা করেছি যা খুব ই অদ্ভুত কিন্তু
সত্যি ।

১। যে তিনটি জিনিস মানুষের
মস্তিস্কের পক্ষে অগ্রাহ্য করা সম্ভব হয়
না – খাদ্য, আকর্ষণীয় মানুষ এবং বিপদ।

২। মানুষের সবচেয়ে আকাংখিত পার্থিব
জিনিশের ভেতরে সঙ্গীত (মিউজিক)
চতুর্থ।

৩। গবেষণা বলছে যে পরীক্ষা শুরুর আগ
মুহূর্তে আপনার
দুশ্চিন্তা গুলো লিখতে পারলে তা আপনার
পরিক্ষার নাম্বার বৃদ্ধিতে সহায়ক।



৪।একজন মহিলার পক্ষে কোনো কথা গোপন
রাখার গড় সময় হল ৪৭ ঘণ্টা ১৫ মিনিট
। আফসুস …

৫। একজন মানুষের যত
বেশি ফেইসবুক ফ্রেন্ড থাকে , দুশ্চিন্তা ও
উদ্বেগে ভোগার সম্ভাবনা সেই ব্যাক্তির
তত বেশি।

৬। অতি মাত্রায় অতিরিক্ত
চিন্তা বিষণ্ণতার ১ নম্বর কারণ।

৭।প্রকৃত পক্ষে বিড়াল মিউ মিউ
করে মানুষের সাথে যোগাযোগ করারা জন্য ,
নিজেদের সাথে যোগাযোগের জন্য নয়।

৮। ৬৬৬ সংখ্যা থেকে উদ্ভুত ভয়ের নাম
হেক্সাকোসিওহেক্সেকোনটাহেক্সাফোবিয়া ।

৯। গড়ে মানুষ মাকড়শাকে মৃত্যুর
চেয়ে বেশি ভয় পায় ।

১০। মানুষের
মস্তিস্কের যে অংশ ভয়ের
অনুভুতি সৃষ্টি করে ঠিক সেই অংশই
গনিতের দুশ্চিন্তা সৃষ্টি করে।

১১। অন্যান্য দিনের চেয়ে সপ্তাহের শেষের
দিন মানুষের সুখের পরিমান ৯.৮%
বেশি থাকে, ঠিক তার উল্টো হয় সপ্তাহের
প্রথম কর্মদিবসে । সেই
হিসেবে বাংলাদেশের মানুষ বৃহস্পতিবার
সবচেয়ে বেশি সুখি।

১২। অলসতা আর
অকর্মণ্যতায় মৃত্যুর হার ধূমপানের মৃত্যু
হারের সমান । আস্তাগফিরুল্লাহ …

১৩। বক্সের সর্বশেষ চকলেট টা আসলেই
সবচেয়ে মজার – মানুষের তাই ই ধারনা ।

১৪। মানব শিশু সাধারনত বাবার
উচ্চতা আর মায়ের ওজন পায় ।

১৫। আপনি জন্মগত ভাবে শুধু দু’টি ভয়
নিয়ে পৃথিবীতে জন্মেছেন –
উচ্চতা থেকে পড়ার ভয় আর উচ্চ শব্দ
ভীতি ।

হিউম্যান সাইকোলজি

হিউম্যান সাইকোলজি



১৬। প্রেমে পড়লে ১ বছর
পর্যন্ত মানুষের স্নায়ু গ্রন্থির
বৃদ্ধি তরান্বিত হয় যা ওই ব্যাক্তির
স্মরণ শক্তি বাড়ায়।

১৭। প্রায় ৩০%
মানুষ বিয়ের আগে কুমার/কুমারী থাকে ।
আমার ধারণা এই ৩০ ভাগ এর
মোটামুটি সবাই মুসলিম অধ্যুষিত

১৮। টাকা গুনলে অথবা হাতে নিয়ে নাড়া-
চাড়া করলে বা গন্ধ
শুঁকলে তা আপনাকে শারীরিক ও মানষিক
বিরূপ অভিজ্ঞতা থেকে রক্ষা করতে সাহায্য
করবে ।

১৯। পুরুষের চেয়ে মেয়েদের
হার্টবিট বেশি দ্রুত হয় ।

২০। প্রতিদিন প্রায় ২০০ মিলিওন
জুটি প্রেমে পরে ।

২১। প্রতি ১২ জনে ১
জন পুরুষ বর্ণান্ধ (কালার ব্লাইন্ড) ।
শুনছি রবীন্দ্রনাথ ও কালার ব্লাইন্ড
আছিলো । আমি বাস্তবে এখন পর্যন্ত কন
কালার ব্লাইন্ড লোক দেখি নাই ।

২২। ৯০% নারীর ই পছন্দের গান তার মনের
অবিকল অনুভুতি গুলো প্রকাশ করে ।

২৩। খাবার সময় ঠাণ্ডা আবহ সঙ্গীত আপনার
খাবার গতি কে ধীর করে দেয় ।

২৪। যারা নিয়মিত কফি পান করে ,
অন্যান্যদের চেয়ে তাদের আত্মহত্যার
প্রবনতা অনেক কম ।

২৫। আমেরিকার স্কুল
বাস গুলো হলুদ রঙের কারণ মানুষের
মস্তিস্ক হলুদ রঙে সবার আগে সাড়া দেয়।

২৬। প্রায় ৮০% বাচ্চার
বুদ্ধিমত্তা তাদের মায়ের কাছ থেকে আসে ।

হিউম্যান সাইকোলজি

হিউম্যান সাইকোলজি



২৭। রসবোধ – বুদ্ধিমত্তা আর সততার
সাথে সংশ্লিষ্ট। এ কারনেই মেয়েরা রসিক
ছেলে পছন্দ করে ।

২৮। মস্তিস্কের
যে অংশে আপনি শারীরিক ব্যাথা অনুভব
করেন ঠিক সেই অংশেই আপনি একাকীত্ব
অনুভব করেন।

২৯। সঙ্গিতের তালের
সাথে হার্ট বিট ওঠানামা করে ।

৩০। আপনি যদি ১৬+ হন , তাহলে আপনার
সম্ভাবনা ৮২%
যে আপনি যাকে বিয়ে করবেন তার
সাথে কোথাও না কোথাও
ইতিমধ্যে দেখা হয়েছে । ভাবনা চিন্তার
বিষয় ।

৩১। প্রাচীন গ্রিসে কোন
মহিলার গায়ে আপেল ছুড়ে মারাকে বিয়ের
প্রস্তাব হিসেবে দেখা হত।

৩২। যে সব
লোকেরা খুব সহজেই অস্বস্তি বোধ
করে তারা খুব ই বিশ্বাসী এবং দয়ালু হয়।

৩৩। অতিরিক্ত বাড়ির কাজ দুশ্চিন্তা,
উদ্বেগ এবং কম নাম্বারের বড় কারণ।

৩৪।প্রতি বছর সারা বিশ্বে প্যান্ট
পড়তে গিয়ে চার জন পুরুষ মারা যায়।

৩৫। কোথাও বেড়াতে যাওয়ার সময়
মেয়েরা গড়ে ২৬ টা জিনিস তার
ব্যাগে ঢোকায় যা কখনোই তার দরকার
পরে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©2021 All rights reserved © kalakkhor.com
Customized By BlogTheme
error: Content is protected !!

Discover more from কালাক্ষর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading