1. sjranabd1@gmail.com : Rana : S Jewel
  2. solaimanjewel@hotmail.com : kalakkhor : kal akkhor
মানব ইতিহাসের সেরা ভুল গুলোর আদিপান্ত ! - কালাক্ষর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৩০ অপরাহ্ন

মানব ইতিহাসের সেরা ভুল গুলোর আদিপান্ত !

  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

ভুল করা মানুষের সহজাত প্রবৃত্তি বলেই হয়ত আমরা হর-হামেশাই ছোট-খাট ভুল করে থাকি। আবার এই সব ভুলের জন্য আবার মাশুলও দিয়ে থাকি রোজ রোজ। কিন্তু আপনি কি জানেন? মানুষের করা কিছু ভুল বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস! যে ভুলের কারণে গিয়েছিল কোটি মানুষের প্রান – ক্ষতি হয়েছিল হাজার কোটি ডলার বা যে ভুলগুলো না করলে হয়ত থেমে যেত অনেক যুদ্ধ। হ্যাঁ, জনাব মানুষ দ্বারা এমনই অনেক ভুল হয়েছে, যা না ঘটলে বদলে যেত পৃথিবীর ইতিহাসের পাতা। আজ করবো মানব ইতিহাসের সবথেকে বড় ভুলগুলোর পোস্ট মর্টেম –

২. জে কে রাওলিং-এর হ্যারি পর্টার সিরিজ বুমসবারি পাবলিশারের ব্যানারে প্রকাশিত হয়। কিন্তু আপনি কি জানেন প্রকাশ হওয়ার পূর্বে হ্যারি পর্টার সিরিজের পান্ডুলিপি নিয়ে বেচারী জে কে রাওলিং ১২জন প্রকাশকের কাছ থেকে প্রত্যাক্ষিত হয়ে এসেছিলেন । শেষ পর্যন্ত বুমসবারি পাবলিশারের মালিকের ৮ বছরের কন্যা এলিস তার বাবাকে শুপারিশ করে হ্যারি পর্টার পাবলিশ করার ব্যাবস্থা করেন। ৮ বছরের প্রিয় কন্যার মন রক্ষার্থে পাব্লিশ করা হ্যারি পর্টার সিরিজ টি বর্তমানে প্রায় ৬০টি ভাষায় অনুদিত হয়েছে এবং প্রাকাশকের লাভের হিসাব বাদ ই দিলাম যাস্ট রাউলিং তার রাইটিং স্বত্ব থেকে প্রায় এক বিলিয়ন ইউরো আয় করেছেন- এখন বুঝুন সেই ১২ জন প্রকাশকের মনের অবস্থা কেমন এখন যারা রাইলিং কে নয় ঘরের লক্ষি পায়ে ফিরিয়েছিলেন।

৩. মিশরের আলেকজান্দ্রিয়া ছিল তৎকালীন দুনিয়ার সব চেয়ে বড় বিদ্যাপিঠ- আলেকজান্দ্রিয়া লাইব্রেরী ছিল সারা দুনিয়ার সব চেয়ে বড় লাইব্রেরী। কিন্তু গ্রীকরা যুদ্ধে জয়ী হয়ে রোমান নগর আলেকজান্দ্রিয়া দখল করে – এবং আলেকজান্দ্রিয়ায় অবস্থিত তৎকালীন পৃথিবীর সবথেকে সমৃদ্ধ লাইব্রেরিটি পুড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। তখন পৃথিবীর জ্ঞানগর্ভ হিসেবে আলেকজান্দ্রিয়া লাইব্রেরীটিকে বিবেচনা করা হতো। এই লাইব্রেরি পুড়িয়ে দেয়ার ফলে ৩ ভাগের দুই ভাগ জ্ঞানই পৃথিবীর থেকে হারিয়ে যায়।

৪. নেপোলিয়ান আর হিটলারের মধ্যে মিল কি জানেন? এরা দুই জন স্বৈরশাসক ছিলেন আর তারা একি ভুল করে তাদের পতন ডেকে এনেছিলেন – তা হল শিত কালে রাশিয়া আক্রমন করা। রাশিয়ার তীব্র শীতে নেপোলিয়ন এবং হিটলার কারো সৈন্যই শেষ অব্ধি টিকে থাকতে পারেনি। আর এই ভুলের কারণে হিটলার এবং নেপোলিয়ন দুজনের ভাগ্যেই কি ঘটেছিল তা সবার জানা-

৫. রাশিয়ার বিশাল আয়তনের জন্য এর জার শাসকদেরকে বারবারই সমস্যায় পড়তে হত। তখন রাশিয়ানরা আলাস্কাকে একটি অনুর্বর ভূমি মনে করে আমেরিকার কাছে মাত্র দুই পয়সা প্রতি একর বা প্রায় ৭ দশমিক ৫ মিলিয়ন ডলারে বিক্রি করে দিয়েছিল। আর সেই ক্রয়ের কিছু বছর পরই আমেরিকানরা আলাস্কাতে অসংখ্য সোনার খনি আবিষ্কার করে। সোনার খনি ছাড়াও আলাস্কাতে রয়েছে প্রচুর সমৃদ্ধ জ্বালানী গ্যাস এবং তেলের খনি।
৬, পলাশির যুদ্ধের কথা মনে আছে? নবাব সীরাজের কাছে ছিল ৫০ হাজার সেনা আর লর্ড ক্লাইভের কাছে ছিল সারে চার হাজার সেনা তাও আবার আরাই হাজার সেনা যুদ্ধ করবে না শুধু ঢাল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে – এমন টাই সর্ত ছিল । কিন্তু বেকুব সিরাজ উদ্দউলা বার বার মোনাফেকী করে ধরা পড়া লোক জন কেই তার সেনা নায়কের পদ দিয়েছিলেন- ফলাফল ২৫০ বছরে পরাধীনতা –

৭. ফ্রান্সের রেলওয়ে বিভাগ ২০১৬ সালে ১৫ বিলিয়ন ডলার মূল্যের নতুন নতুন অত্যাধুনিক সব ট্রেন অর্ডার করে। কিন্তু ট্রেনের প্রোডাকশন শেষ হবার পরে দেখা যায় নতুন নির্মিত এই ট্রেনগুলো এতটাই চওড়া যে পুরো ফ্রান্স ব্যাপি প্রায় ১৩ শত পুরাতন রেলওয়ে স্টেশনে প্রবেশই করতে পারবে না। পরবর্তী ফ্রান্স সরকার ৫০ বিলিয়ন ডলারের বিনিময়ে সেই ১৩ শত রেল স্টেশন ঠিক করার স্বিদ্ধান্ত নেয় । তখন যদি একটু সতর্ক হত তবে ফ্রেন্স রেলওয়ে বিভাগ এই ভুলটি সংশোধন করতে পারতো।আর এত ক্ষতির স্বীকার হতে হত না –

৮ . হোয়ার্টস এপ এর কথা তো সবাই জানেন- ২০০৯ সালে ফেসবুক ব্রেইন অকটন এবং জ্যাম কউম নামের দুই জন প্রোগ্রামারের চাকরির প্রস্তাব ফেসবুক নাকোচ করে দেয়। ফেইসবুকের কাছ থেকে ব্যার্থ হয়ে ফিরে এসে এই দুই প্রোগ্রামার নিজেদের আইডিয়া গুলো নিয়ে নিজেরাই কাজ শুরু দেন এবং হোয়াটস এপ তৈরি করেন। এর পর কয়েক বছর পর ফেসবুক যখন নিজের ভুল বুঝতে পারে এবং সেই দিনের প্রত্যাক্ষিত প্রগ্রামার ব্রেইন ও জ্যামের কাছ থেকে প্রায় ১৯ বিলিয়ন ডলারে কিনে নেয় হোয়াটসএপ-

৯ . আপনি কি জানেন? নিকট ইতিহাসে পৃথিবীর সবথেকে বড় দাবানল স্রেফ একজন শিকারীর সামান্য ভুলের কারণে সংগঠিত হয়েছিল। মার্কিন যুক্তরাস্টের ক্যালোফোর্নিয়া অঙ্গরাজ্যে সংগঠিত সেই দাবানলটি একটি ফ্রেয়ারের আগুনের কারণে সংগঠিত হয়েছিল। শিকাররত অবস্থায় দুই শিকারী একে অপরের থেকে কোন কারনে আলাদা হয়ে গেলে একজন অপরজনকে খোঁজার জন্য এই ফ্রেলার নিক্ষেপ করে। আর সেই ফ্রেলারই দাবানলের সৃষ্ঠি করে যার ফলে ক্ষতির পরিমান দ্বারায় ১৫ বিলিয়ন ডলার।

১০. অস্ট্রেলিয়াকে বৃটিশদের প্রায় ১০০ বছর আগে ডাচ বা নেদারল্যান্ডের নাবিকরা আবিষ্কার করে। কিন্তু অনুর্বর মরুভূমি মনে হওয়ায় তাড়া সেখানে কলোনি স্থাপন করেনি। যা ডাচ দেড় করা ইতিহাসের অন্যতম বড় ভুল হিসাবে ধরা হয়।

১১. দ্বিকবিজয়ী মহা বীর আলেকজান্ডার দ্যা গ্রেট তার মৃত্যুর পূর্বে নিজের কোনো উত্তরসূরি ঘোষনা করে যান নি। যার জন্য তার পুরো পৃথিবী জয় করা সম্রাজ্যের পতন ঘটেছিল খুব তারা তারি ই –

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©2021 All rights reserved © kalakkhor.com
Customized By BlogTheme
error: Content is protected !!

Discover more from কালাক্ষর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading