Site icon কালাক্ষর

এতিম ছেলের ভালবাসা । Bangla New Natok 2020

Atim Chele। এতিম ছেলে | Ft Apurba | Sabbir Arnob। Bangla New Natok 2019
নাটক – এতিম ছেলে

এতিম ছেলের ভালবাসা নিয়ে বানানো নাটক এতিম ছেলে নাটক টিতে শেষ পর্যন্ত এতিমের ভাগ্যে কি ঘটে? সে কি তার ভালবাসার মানুষ কে ফিরে পায়? নাকি তাকে খুজেই পাওয়া যায় না? কি নীলা তাকে খুজে পেয়ে বুঝিয়ে শুঝিয়ে ফিরে এসে তার জন্য নির্ধারিত পাত্রকেই বিয়ে করে? সব কিছু আপনারা মানে দর্ষকের উপর ছেড়ে দিয়েছি। তারাই সিদ্ধান্ত নিক কি হলে শট ফিল্ম টা ভাল হইত? আমরা দর্ষকের মতামত কে মুল্যায়ন করি। মুল্যায়ন করি তাদের ভাবনা কে। আর তাই আপনারা আপনাদের মতামত জানালে আমাদের পরবর্তি কাজের জন্য অনুপ্রেরণা পাবো। ধন্যবাদ।

## পরিশেষে এতিম ছেলে নাটকে আপনাদের দ্বারা ভাল রেস্পন্স পাওয়াতে “বেকার ছেলে” নামক একটা সিরিয়াস গল্প নাটক বানিয়েছি। লিংক –

নাটক – বেকার ছেলে

বেকার ছেলে নাটক বানানো হয়েছে বিনোদন প্লাস শিক্ষামুলক প্রচারণা এর অংশ হিসাবে। সোসাল মিডিয়া গুলোতে অনেককেই অনেক ভাবে রিকোয়েস্ট করতে দেখা যায় শিক্ষামুলক কিছু বানাতে- নাটক টি সেই সব মানুষদের জন্য । গল্পের উপজিব্ব্য বিষয় হল হিউমেনেটি, নাটক টি ভাল লাগলে কমেন্টস করে জানাবেন, আর মাস্ট বি শেয়ার দিয়ে সবাইকে দেখার সু্যোগ করে দিবেন।

আর একটা কমেডি ধাচের গল্প দিয়ে “সিনিয়র বউ” শিরোনামে নাটক বানিয়েছি”

নাটক – সিনিয়র বউ


সিনিয়র বউনাটক বানিয়েছি বিনোদন দেওয়ার এর অংশ হিসাবে। অনেকেই অনেক ভাবে রিকোয়েস্ট করেছেন এর আগে ফানি গল্পের কিছু বানাতে- নাটক টি সেই সব ভাই বন্ধুদের জন্য । গল্পের উপজিব্ব্য বিষয় হল জুনিয়র ছেলে হয়ে বাধ্য হয়ে সিনিয়র আপু কে বিয়ে করে হাস্যকর ঘটনা ঘটায়, নাটক টি দেখলে আশা করি সবার ভাল লাগবে। আর ভাল লাগলে কমেন্টস করে জানাবেন, আর মাস্ট বি শেয়ার দিয়ে সবাইকে দেখার সু্যোগ করে দিবেন। এই নিবেদন রইল – ভাল থাকবেন।

Exit mobile version